Confirm your participation by filling out the registration form below and be part of this exciting celebration!
Session 2019-20
২০১৯ সালে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয় আমাদের—শুরু হয় অনার্স লাইফ। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, আশা ছিল নতুন কিছু শেখার, আর সঙ্গে ছিল একদল বন্ধু, যারা পরিণত হয়েছে পরিবারের মতো। সরকারী বিএম কলেজ, বরিশালের ইকোনোমিক্স-৫৬ ব্যাচ কেবল একটি ব্যাচ নয়, এটি এক অভিন্ন বন্ধনে গাঁথা একটি পরিবার। একতা আমাদের শক্তি, বন্ধুত্ব আমাদের প্রেরণা। একসঙ্গে ক্লাস করা, পড়াশোনার চাপে রাত জাগা, ক্যাম্পাসে প্রাণবন্ত আড্ডা, একসাথে পরীক্ষা দেওয়া—এসবই আমাদের জীবনের মূল্যবান স্মৃতি। আমরা শুধু একসঙ্গে পড়িনি, বরং একসঙ্গে হেসেছি, কেঁদেছি, উদযাপন করেছি, আর কঠিন সময়গুলো পার করেছি হাতে হাত রেখে। একসঙ্গে প্রোগ্রাম আয়োজন থেকে শুরু করে একে অপরের পাশে দাঁড়িয়ে চলার এই পথচলা আমাদের সম্পর্ককে করেছে আরও দৃঢ়, আরও অটুট। আমাদের ব্যাচ সততা, নৈতিকতা, নেতৃত্ব এবং মেধায় অনন্য। আমরা বিশ্বাস করি, একসঙ্গে থাকলে কোনো চ্যালেঞ্জই জয়ের জন্য বড় নয়। প্রতিটি সাফল্যের পেছনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, প্রতিটি মুহূর্তে একে অপরকে অনুপ্রেরণা দেওয়ার অঙ্গীকার। এই বন্ধন শুধু চার বছরের জন্য নয়, বরং আজীবনের। আমরা একসাথে শুরু করেছি, একসাথে এগিয়ে যাব, আর একসাথে নিজেদের গড়ে তুলব ভবিষ্যতের নেতৃত্বে। ইকো ৫৬ ব্যাচ—একতার শক্তিতে অনন্য, সাফল্যের পথে অদম্য।